মিথ্যা তথ্য দিয়ে ত্রাণ চাওয়ায় জরিমানা
পরিবারের সদস্যদের জন্য খাদ্য সহায়তা চেয়ে জেলা প্রশাসককে ফোন করেছিলেন মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া ঘণ্টিপাড়ার শাকিল হোসেন। ফোন পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তার বাড়িতে যান। সেখানে দেখতে পান, শাকিলের ঘরে চাল-ডাল সবই আছে।
মিথ্যা তথ্য দিয়ে খাদ্য সহায়তা চাওয়ায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলী রাজিব মাহমুদ মিঠুন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ এর ৩৮ ধারায় ওই ব্যক্তিকে ৫ শ টাকা জরিমানা করেন।
আজ শুক্রবার দুপুরে আলী রাজিব মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাতে ওই ব্যক্তি জেলা প্রশাসকের মোবাইল ফোনে কল করে খাদ্য সহায়তা চেয়েছিলেন। জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইকবাল মাহমুদকে খাদ্য সহায়তা পৌঁছে দিতে বলেন। রাত ১০টার দিকে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে দেখা যায়, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, চাল-ডাল সব রয়েছে। মিথ্যা তথ্য দিয়ে ত্রাণ চাওয়ায় তাকে জরিমানা করা হয়েছে।’
Comments