২৯ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পরিকল্পনা উয়েফার
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে গোটা পৃথিবী। বন্ধ হয়ে গেছে ফুটবল সহ সব ধরনের খেলা। পরিস্থিতি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে শিগগিরই মাঠে ফুটবল গড়ানোর আভাস নেই। এমন ফের কবে গড়াবে তাও অনিশ্চিত। কিন্তু এর মধ্যেই চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজন করার পরিকল্পনা করছে উয়েফা।
ইউরোপিয়ান ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আগামী ২৩ এপ্রিল আলোচনা সভায় বসবে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি। কীভাবে এ মৌসুম শেষ কড়া যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তবে এর আগে প্রাথমিক আলোচনায় আগামী ২৯ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজনের চিন্তা করছে তারা। এমন সংবাদই প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
উয়েফার সে সভায় অনুমোদন পেলেই এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে। পরিকল্পনা অনুযায়ী, ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হওয়ার তিন দিন আগে অর্থাৎ ২৬ আগস্ট দাইন্সকে হবে ইউরোপা লিগের ফাইনাল। এর আগে স্বাভাবিক নিয়মেই কোয়ার্টার ফাইনাল ও সেমি-ফাইনালের ম্যাচগুলো হবে জুলাই ও আগস্টে।
এরমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের চারটি কোয়ার্টার ফাইনালিস্ট চূড়ান্ত হয়ে গেছে। এরপর শেষ ষোলোর রাউন্ড চলাকালীন করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় চলতি চ্যাম্পিয়নস লিগের আসর। বাকি চার দল পেতে বায়ার্ন মিউনিখ-চেলসি, বার্সেলোনা-নাপোলি, ম্যানচেস্টার সিটি-রিয়াল মদ্রিদ, ও জুভেন্টাস-লিঁওর মধ্যে লড়াই হবে।
Comments