শীর্ষ খবর

করোনায় মৃত বাবাকে দাহ করে আক্রান্ত মাকে হাসপাতালে নিয়ে গেল ছেলে

নারায়ণগঞ্জ শহরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া বাবাকে দাহ করে বাড়ি ফিরেই আক্রান্ত মাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেছেন ছেলে।
ছবি গুগল ম্যাপ থেকে নেওয়া

নারায়ণগঞ্জ শহরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া বাবাকে দাহ করে বাড়ি ফিরেই আক্রান্ত মাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেছেন ছেলে।

আজ শুক্রবার সকালে শহরের মিশনপাড়া এলাকার নিজ বাসায় মারা যান ওই ব্যক্তি। বিকেলে তার স্ত্রীকে শিমরাইলে সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য ও সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ মোস্তফা আলী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রথমে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট ছিল ওই ব্যক্তির। গত ১১ এপ্রিল নমুনা পরীক্ষা করা হলে দুইদিন আগে আইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। আজ সকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে মারা যান। তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘ওই ব্যক্তির পজেটিভ রিপোর্ট আসার পর তার পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করা হয়। পরে রিপোর্টে দেখা যায় স্ত্রীও পজেটিভ শনাক্ত হন। আজ তাকে সাজেদা ফাউন্ডেশনের আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে তার ছেলে কিংবা ছেলের বৌ কেউ আক্রান্ত নয়।’

১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেন শকু বলেন, ‘করোনায় আক্রান্ত ব্যক্তির লাশ সিটি করপোরেশনের সহযোগিতায় মাসদাইর শশ্মানে দাহ করা হয়। তাদের পরিবারে কেউ বিদেশ ফেরত নন।’

Comments

The Daily Star  | English

Human Rights Day: Police 'foil' Mayer Dak’s programme

A programme of Mayer Dak, a platform for family members of the victims of enforced disappearance, was foiled in the face of police resistance today

15m ago