চাঁদপুরে আইসোলেশনে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন না

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন না।
আজ শুক্রবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ও করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল।
গত মঙ্গলবার সকাল ৮টায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তার করোনা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার শিশু হাসপাতালে পাঠানো হয়।
তার পরিবারের সদস্য ও এলাকাবাসীর দাবি, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন না। ওই দিন রাতেও তিনি স্বাভাবিক ছিলেন। তার কোনো জ্বর বা সর্দি কাশি ছিল না।
কিন্তু, হাসপাতালের আরএমও ও করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, ‘তাকে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।’
মৃতের স্ত্রী জানান, তার স্বামী ঢাকার একটি ফার্নিচারের দোকানে কাজ করত। গত ২৪ মার্চ ঢাকা থেকে তিনি বাড়িতে আসেন। ঢাকা থেকে আসার পর শ্বশুর বাড়িতেই ছিল।
চাঁদপুর মডেল থানার ওসি নাছিম উদ্দিন বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো অভিযোগ পাইনি।’
Comments