বেনাপোল দিয়ে আজও ফিরলেন ৭৯ বাংলাদেশি
বেনাপোল চেকপোস্ট দিয়ে আজ শুক্রবার ভারত থেকে ৭৯ বাংলাদেশি দেশে ফিরেছেন।
এ নিয়ে গত ৬ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় মোট ৬২৩ জন বাংলাদেশি দেশে ফিরলেন। এসব বাংলাদেশিরা চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণ শেষে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারের তত্ত্বাবধানে ভারত থেকে সড়ক পথে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন।
দেশে ফেরতদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষা শেষে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার শুভঙ্কর কুমার মন্ডল বলেন, ‘আজও ভারত থেকে ৭৯ জন দেশে ফিরেছেন। সতর্কতার সঙ্গে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। শার্শা উপজেলা প্রশাসন তাদের যশোরের ঝিকরগাছা গাজীর দরগায় প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে রাখার ব্যবস্থা করেছে।’
‘১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে তারা বাড়িতে যেতে পারবেন। তবে এদের মধ্যে যারা জটিল রোগে আক্রান্ত তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে,’ যোগ করেন তিনি।
Comments