বাগেরহাটে ২ জনের আত্মহত্যা, পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু
বাগেরহাটের চিতলমারীতে গলায় ফাঁস দিয়ে দুটি পৃথক আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকালে তাদের নিজ নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আত্মহত্যাকারীর মধ্যে এক জন হলেন খাগড়া বুনিয়া গ্রামের গৃহবধূ। আরেকজন হলেন বারাশিয়া গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে।
এ ছাড়াও, দুপুরে একই উপজেলার বড়বাড়িয়া গাংপাড় মিত্তিপাড়া গ্রামে এক শিশু বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, ‘আমরা খবর পেয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক অশান্তির কারণে তারা আত্মহত্যা করেছেন। ঘটনা দুটি সম্পূর্ণ আলাদা। আমরা পৃথক দুটি অপমৃত্যুর মামলা করেছি। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
Comments