কবিরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাত সাড়ে ১১টার দিকে ওই যুবকের নমুনা পরীক্ষার ফলাফল আমাদের হাতে এসেছে। যতদূর জানা গেছে, আক্রান্ত যুবক ঢাকার গেন্ডারিয়া এলাকায় ড্যানিশ গ্লাস ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সপ্তাহ খানেক আগে তিনি কবিরহাটে বাড়িতে চলে আসেন। অসুস্থ বোধ করায় গত মঙ্গলবার দুপুরে তিনি কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।’
‘করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে বিআইটিআইডিতে পাঠানো হয়েছিল। আপাতত তিনি হোম কোয়ারেন্টিনে আছেন। আজ তাকে কবিরহাট উপজেলার চরআলগি ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হবে’— বলেন ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস।
কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভিন বলেন, ‘আজ সকালে আক্রান্ত যুবকের বাড়ি লকডাউন করা হয়েছে। যে সড়ক ব্যবহার করে তিনি চলাফেরা করেছেন সেগুলোও চিহ্নিত করে লকডাউন করা হয়েছে। তার পরিবারের ছয় সদস্যের নমুনা সংগ্রহ করে আজ পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হবে।’
Comments