সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ৪
সুনামগঞ্জের চার উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় প্রাণ হারিয়েছেন চার জন। এদের মধ্যে দুজন ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন।
আজ শনিবার সকালে জেলার শাল্লা, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ ও দিরাই উপজেলায় এসব ঘটনা ঘটে।
বজ্রপাতে শাল্লা উপজেলার নারায়ণপুর গ্রামের শংকর সরকার (২৬), জগন্নাথপুর উপজেলার বাউধরণ গ্রামের শিপন মিয়া (৩২), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর গ্রামের ফরিদ মিয়া (৩৫) ও দিরাই উপজেলায় হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার তাপস মিয়া (৩৫) মারা গেছেন।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘শনিবার সকালে উপজেলার শাসখাই বাজারে যাওয়ার পথে রাস্তায় বজ্রপাতে মৃত্যুবরণ করেন শংকর সরকার।’
জগন্নাথপুর উপজেলার বাউধরণ গ্রামের কৈচাপরী এলাকার বাসিন্দা শিপন মিয়া সকালে নলুয়ার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান বলে নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘নিহত ফরিদ মিয়া দুটি গরু নিয়ে গাজীর খাল নামক হাওরে গেলে বজ্রপাতে নিহত হন।’
অন্যদিকে দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের চিনাউরা হাওরে হবিগঞ্জ জেলা থেকে ধান কাটতে আসা শ্রমিক তাপস মিয়া বজ্রপাতে প্রাণ হারান বলে জানিয়েছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম।
নিহত সবার মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
আরও পড়ুন: এপ্রিলে তীব্র তাপপ্রবাহ-বন্যা-ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
Comments