টাঙ্গাইলে আরও ১ করোনা রোগী শনাক্ত
টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনকে শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে তার বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ালো।
আজ শনিবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত যুবক জেলার নাগরপুর উপজেলার নন্দপাড়া গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর পুরান ঢাকার শ্যামপুরে থাকতেন এবং একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গত ১০ এপ্রিল তিনি ঢাকা থেকে বাড়ি ফেরেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ‘গতকাল জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। সেখান থেকে রাতে ফোনে একজনের করোনা পজিটিভ থাকার কথা জানানো হয়।’
তিনি আরও বলেন, ‘জেলায় এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫২ জনের। এদের মধ্যে ১০ জনের করোনা পজিটিভ হয়েছে। ১০ জনের মধ্যে ভূঞাপুরে চার জন, নাগরপুরে তিন জন এবং মির্জাপুর, ঘাটাইল ও মধুপুরে একজন করে রয়েছেন।
Comments