৪৫ ভ্রাম্যমাণ আদালতের ৬১ মামলা
ঢাকা মহানগরীসহ সব উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ৪৫ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় ৬১ টি মামলা এবং ৭১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ শনিবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিকুল ইসলাম আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কর্তৃক ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন- ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল মামুন, মহানগর আওয়ামী লীগ উত্তরের সিনিয়র সহসভাপতি, ওয়ার্ড সচিবসহ অনেকেই।
এ দিন কল সেন্টার ও জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে প্রাপ্ত ফোন কলের ভিত্তিতে সিটি কর্পোরেশন এলাকাসহ ঢাকা জেলার ৮৭৫ জন দিনমজুর, সবজী ও ফল বিক্রেতা, রিক্সাওয়ালা, ভ্যানচালকের পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসব ত্রাণ বিতরণ কার্যক্রমে ঢাকা জেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন। তারা টিসিবির বিক্রয়কেন্দ্রগুলোও সার্বক্ষণিক মনিটরিং করছেন।
Comments