কুমিল্লায় ১২ উপজেলায় করোনা, আরেক স্বাস্থ্যকর্মী আক্রান্ত

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী ফার্মাসিস্টসহ মেঘনা উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এই নিয়ে কুমিল্লার মোট ১২টি উপজেলায় করোনাভাইরাস শনাক্ত হলো।
কুমিল্লার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নেয়াতুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শাহিনুল আলম সুমন জানান, আক্রান্ত নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট। কোয়ার্টারে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন তিনি।
অন্যদিকে, মেঘনা উপজেলার বৈদ্যনাথপুরে একজনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জালাল হোসেন বলেন, মেঘনা উপজেলায় প্রথম করোনাভাইরাস পাওয়া গেল। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।
Comments