ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

সিলেট সদরের কালারুকা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষক ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেট সদরের কালারুকা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষক ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কালারুকা পূর্বপাড়ার শমসের আলী (৫৮) ও তার ছেলে ছায়ফুল আহমদ (১২)।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন বলেন, ‘কালারুকা পশ্চিম হাওরের উনাখাওরি বিলে ধান কাটতে গেলে বজ্রপাতে বাবা-ছেলে নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এর আগে আজ সকালে সুনামগঞ্জের শাল্লা, জগন্নাথপুর, দিরাই ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় চারটি পৃথক বজ্রপাতের ঘটনায় চারজন নিহত হন। তাদের মধ্যে দুজন হাওরে ধান কাটতে গিয়ে, একজন হাওরে গরু চরানোর সময় এবং একজন গ্রামের বাজারে যাওয়ার পথে বজ্রপাতে নিহত হন বলে জানান সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

 

Comments