মানিকগঞ্জে গাড়িচাপায় মেছো বাঘের মৃত্যু

মানিকগঞ্জ শহরের উচুটিয়া এলাকায় গাড়ি চাপায় একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে স্থানীয় বাসিন্দা মো. সানোয়ার হোসেন বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, ‘প্রাণীটি ঢাকা-আরিচা মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিল। হঠাৎ দৌড় দিলে ঢাকাগামী কাঁচামালবাহী একটি ট্রাক প্রাণীটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই প্রাণীটি মারা যায়।’
ওই এলাকার মিজানুর রহমান বলেন, ‘প্রাণীটি দেখতে চিতা বাঘের মতো। দুর্ঘটনার পর আমরা কয়েকজন মিলে রাস্তার পাশে এনে রাখি। মানিকগঞ্জে গভীর জঙ্গল নেই তারপরও প্রাণীটি এলো কীভাবে!
এ প্রসঙ্গে জেলা প্রশাসক এস এম ফেরদৌস ও পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম দ্য ডেইলি স্টারকে বলেন, তারা বিষয়টি জানতেন না। খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন।
Comments