নিউইর্য়ক মেয়রের আর্থিক সহায়তার ঘোষণা, গত ২৪ ঘণ্টায় আরও ১০ বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্ক। ছবি: নিহার সিদ্দিকী

করোনার প্রবল সংক্রমণে নিউইয়র্কের মানুষ যখন দিশেহারা, যখন ক্রমাগত বেড়ে চলছে মৃতের সংখ্যা, মানুষ দলে দলে হয়ে পড়ছেন কর্মহীন এমন সময় নিউইয়র্ক সিটি মেয়র শোনালেন নতুন আশ্বাসবাণী।

মেয়র বিল দি ব্লাসিও ঘোষণা দিয়েছেন যে, শহরে কাগজপত্রবিহীন অধিবাসীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। একটি পরিবারে স্বামী-স্ত্রী দুজন পাবেন ১,০০০ ডলার, শিশু পাবে ৪০০ ডলার। কেউ সিঙ্গেল হলে পাবেন ৫০০ ডলার।

নিউইয়র্ক থেকে প্রকাশিত আজকাল পত্রিকার সম্পাদক ও জ্যাকশন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কাগজপত্র যাদের নেই এবং যারা এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাচ্ছিলেন না তাদের জন্যে এই ঘোষণা কিছুটা হলেও স্বস্তির।’

‘এর আগে ফেডারেল সরকার ঘোষণা দিয়েছিল, যাদের কাগজপত্র সঠিক তাদের মধ্যে স্বামী-স্ত্রী পাবেন ২,৪০০ ডলার, ১৮ বছরের নিচে শিশু পাবে ৫০০ ডলার। সিঙ্গেল হলে পাবে ১,২০০ ডলার।’

‘কাগজপত্রবিহীন মানুষের সংখ্যা নিউইয়র্কে অনেক’ উল্লেখ করে মাসুদ আরও বলেন, ‘এসব কাগজপত্রবিহীন মানুষদের জন্যে কোনো সরকারি সহায়তার ঘোষণা ছিল না। তাদের অনেকে খুব কষ্টে আছেন। এর মধ্যে বাংলাদেশির সংখ্যাও একেবারে কম না।’

শহরটিতে করোনাক্রান্ত বাংলাদেশিদের অবস্থা সম্পর্কে জাকারিয়া মাসুদ ডেইলি স্টারকে বলেন, ‘নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ বাংলাদেশি। এ নিয়ে নিউইয়র্ক স্থানীয় সময় আজ শনিবার রাত ১১টা পর্যন্ত গত ২৯ দিনে যুক্তরাষ্ট্রে অন্তত ১৭০ বাংলাদেশির মৃত্যু হলো।’

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৫ হাজার ৮৬ জন এবং মারা গেছেন ৩৮ হাজার ৯১০ জন। নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৫৭০ জন। মারা গেছেন ১৭ হাজার ৫২০ জন।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রে ১৪০ বাংলাদেশির মৃত্যু, ৩ বাংলাদেশি চিকিৎসকের সাফল্য

নিউইয়র্কে গত ৩ দিনে আরও ২১ বাংলাদেশির মৃত্যু

ট্রাম্পের ৬ সপ্তাহের গাফিলতি, আমেরিকার অপূরণীয় ক্ষতি

মর্গে জায়গা ফুরিয়ে আসছে নিউইয়র্কে

নিউইয়র্কে আরও ৬ জনসহ ১৫ দিনে যুক্তরাষ্ট্রে ৬৩ বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাস: নিউইয়র্কে জরুরি অবস্থা

সদা জাগ্রত নিউইয়র্ক এখন তন্দ্রাচ্ছন্ন

করোনায় বাংলাদেশি মৃত্যুর সংখ্যা, নিউইয়র্কে আরও ১১ নিউজার্সিতে ২

নিউইয়র্কে আরও ৫ ও নিউজার্সিতে ১ বাংলাদেশির মৃত্যু, লকডাউনে কড়াকড়ির ঘোষণা

নিউইয়র্কে করোনায় ২৪ বাংলাদেশির মৃত্যু

করোনায় গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে আরও ৭, মিশিগানে ১ বাংলাদেশির মৃত্যু

করোনায় নিউইয়র্কে ৫ বাংলাদেশির মৃত্যু

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago