‘টিম ইন্ডিয়া’ এখন ‘মাস্ক ফোর্স’

নিজেদের খেলার ধরনের সঙ্গে মিল রাখা নকশার মাস্ক পরেছেন তারকা ক্রিকেটাররা।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষকে নানাভাবে সচেতন করে যাচ্ছেন ভারতের ক্রিকেটাররা। এবার মানুষকে মাস্ক পরায় উৎসাহী করতে বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলিরা মিলে বানিয়েছেন একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, নিজেদের খেলার ধরনের সঙ্গে মিল রাখা নকশার মাস্ক পরেছেন তারা।

গতকাল শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) টুইটারে পোস্ট করেছে একটি ভিডিও। শুরুতে দলটির বর্তমান অধিনায়ক কোহলি হাজির হয়ে বলেন, ‘ভারতীয় দলের অংশ হতে পারা অনেক গর্বের বিষয়। তবে আজ আমরা আরও বড় দল বানাব। এটা হচ্ছে টিম মাস্ক ফোর্স। বুঝতে পারেননি?’ বলেই নীল রঙে ‘ভি’ লেখা সাদা মাস্ক পরেন কোহলি।

এরপর বোর্ড সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ হাজির হয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী করোনার বিরুদ্ধে লড়তে অনেক টাস্ক ফোর্স বানাচ্ছেন, সেরকমই আমরাও…।’ বলে গাঙ্গুলি দাদা’ লেখা কালো রঙের মাস্ক মুখে দেন।

এরপর একে একে হাজির হন স্মৃতি মান্ধানা, রোহিত শর্মা, হরভজন সিং, হারমানপ্রিত কৌর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্রর শেবাগ, মিতালি রাজ। রোহিতের মাস্কে দেখা যায় ছক্কার আগুনে ঝাঁজ, হরভজনের মাস্কের নকশায় তার পাগড়ি। ‘দ্য ওয়াল’ বলে খ্যাত দ্রাবিড়ের মাস্কে ছিল দেয়ালেরই ছবি।

নারী দলের সাবেক অধিনায়ক মিতালি যেমন বলেন, ‘আপনাদের পছন্দমতো নকশা করেই মাস্ক বানিয়ে পরুন।’

সবশেষে হাজির মাস্টার ব্যাটসম্যান শচীন। তার কথা, ‘এগিয়ে এসো ভারত।  মাস্ক তৈরি করো, মাস্ক ফোর্সে অংশ হও এবং অবশ্যই হাত ধুতে ভুল করো না।’

রোববার সকাল পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৬ হাজারের বেশি। এর মধ্যে ৫২১ জনের মৃত্যু হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে দেশটিতে চলছে লকডাউন।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago