করোনার বিরুদ্ধে লড়াইয়ে ১ কোটি রুপি দিল পিসিবি

করোনাভাইরাস মোকাবিলায় আগেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পাকিস্তানের জাতীয় ক্রিকেটাররা। এবারে তাদের ক্রিকেট বোর্ডও (পিসিবি) এগিয়ে এসেছে আলাদাভাবে। দেশটির প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি পাঁচ লাখ পাকিস্তানি রুপি দান করেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বড় অঙ্কের আর্থিক অনুদানের বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।
পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান এহসান মানি এই প্রসঙ্গে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কোভিড-১৯ মহামারির ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার জন্য আমি কেন্দ্রীয় চুক্তিবদ্ধ সব খেলোয়াড়কে এবং পিসিবির কর্মীদের ধন্যবাদ জানাই। ক্রিকেট আরও একবার প্রমাণ করল যে, এটি ভক্ত, অনুসারী ও সমর্থকদের মূল্যায়ন করে, সম্মান করে ও গুরুত্ব দেয়। এই কঠিন সময়ে আমরা আমাদের চিকিৎসক ও অন্যান্য কর্মীদের সুস্বাস্থ্য ও সুরক্ষার জন্য প্রার্থনা করছি। আশা করি, সরকারের প্রচেষ্টার মাধ্যমে এই মহামারি কাটিয়ে উঠতে পারব।’
উল্লেখ্য, গেল ২৫ মার্চ পিসিবি ঘোষণা করেছিল যে, তাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা মিলে জরুরি ত্রাণ তহবিলে সম্মিলিতভাবে অবদান রাখবেন। সে অনুসারে এরই মধ্যে তারা ৫০ লাখ পাকিস্তানি রুপি তহবিলে জমাও করেছেন।
Comments