বাগেরহাটে আইসোলেশনে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন না
বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন না।
আজ রবিবার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৬ এপ্রিল বিকালে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যক্তি। তিনি শ্বাসকষ্ট ও লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার শ্বাসকষ্ট থাকায় চিকিৎসকরা আইসোলেশনে ভর্তি করেন।
সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, ‘ওই ব্যক্তির শরীরে শ্বাসকষ্ট থাকায় আমরা তাকে আইসোলেশনে পাঠাই। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তিনি করোনা আক্রান্ত ছিলেন না।’
তিনি আরও বলেন, ‘বাগেরহাট জেলা থেকে এ পর্যন্ত ১০০ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি। ৫২টি নমুনার রিপোর্ট আমরা হাতে পেয়েছি। এর মধ্যে এক যুবকের শরীরের করোনা পজেটিভ এসেছে। তাকে আমরা পূর্ণাঙ্গ চিকিৎসা দিয়ে যাচ্ছি। তিনি এখনও সুস্থ আছেন।’
Comments