মানিকগঞ্জ জেলা লকডাউন

স্টার অনলাইন গ্রাফিক্স

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানিকগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ রবিবার সন্ধ্যা থেকে এই লকডাউন কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম ফেরদৌস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

আজ বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

তিনি বলেন, ‘এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। আর সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কোন কাজেই ঘরের বাইরে বের হতে পারবেন না কেউ।’

লকডাউন চলাকালে জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক বা সড়ক ও নৌপথে অন্য কোন জেলা থেকে এ জেলায় কিংবা এ জেলা থেকে অন্যত্র যাওয়া যাবে না। জেলার অভ্যন্তরে আন্ত উপজেলার ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা প্রযোজ্য।

তবে, জরুরি সেবা, চিকিৎসাসেবা, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, খাদ্যদ্রব্য, শিশুখাদ্য, দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য এবং পশুখাদ্য, কৃষিপণ্য, গণমাধ্যমের যানবাহন ও কর্মীরা লকডাউনের আওতামুক্ত থাকবে।

 

Comments

The Daily Star  | English

Thousands join BNP rally at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

1h ago