বিনা কারণে ঘোরাঘুরি, বগুড়ায় ১৪০ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা

বিনা কারণে সড়কে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরির কারণে মামলা দিচ্ছেন পুলিশ। ছবি: স্টার

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বগুড়া শহরে বিনা প্রয়োজনে ঘোরাঘুরির জন্য ১৪০ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দিয়েছে বগুড়া জেলা পুলিশ। এছাড়া, অকারণে চলাচল করা পথচারীদের বীরশ্রেষ্ঠ স্কয়ার চত্বরের পাশ আধা ঘণ্টা বসিয়ে রাখা হয়।

আজ রবিবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা পুলিশ।

বগুড়ার ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) মো. রফিকুল ইসলাম সরকার বলেন, ‘১৪০ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ এর অধীনে মামলা দেওয়া হয়েছে।’

শহরের সাতমাথায় অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান, জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আসলাম আলী, জেলা ট্রাফিকের ইন্সপেক্টর রফিকসহ জেলা পুলিশের সদস্যরা এ অভিযানে অংশ নেয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান বলেন, ‘বগুড়া শহরের যাতায়াতকারী সব ধরনের যানবাহনের চালকের কাছে পুলিশ সদস্যরা যাতায়াতের কারণ ব্যাখ্যা চাইলে তারা যথাযথ কারণ জানাতে না পারলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। যারা কাজে বের হয়েছিলেন তাদের যেতে দেন পুলিশ। অযথা চলাচলকারীদের বীরশ্রেষ্ঠ স্কয়ারে প্রাচীর ঘেষে বসিয়ে রাখা হয়।’

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী অভিযান চলাকালে জানান, সারাদেশে করোনা সংক্রমণ বাড়ছে। এই সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকতে বলা হচ্ছে। তারপরও বিনা প্রয়োজনে যারা শহরের চলাচল করছেন তাদের ঘরে ফেরাতে জেলা পুলিশ সদস্যরা কাজ করছেন। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।’

Comments

The Daily Star  | English

Bangladeshi killed in Israeli airstrike in Lebanon’s Beirut

Mohammad Nizam, 31, died at 3:23pm in Hazmiye area of Beirut, according to a social media post of Bangladesh embassy in Lebanon

30m ago