দ্য ডেইলি স্টারে সংবাদ প্রচারের পর সহায়তা পেলেন যাত্রাশিল্পী
সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের অনলাইন সংস্করণে ‘যাত্রাশিল্পী আবুল কালাম আজাদ ও ২ প্যাকেট খাদ্যদ্রব্য’ শিরোনামে একটি সংবাদ প্রচারের পরে তারা পাশে দাঁড়িয়েছেন নানান পেশাজীবী মানুষ। দ্য ডেইলি স্টারের মানিকগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর শাহর ওই লেখায় করোনা পরিস্থিতিতে যাত্রা শিল্পী আবুল কালাম আজাদসহ কর্মহীন মানুষের নানা দুর্দশার চিত্র ফুটে ওঠে। যা পড়ার পরে তাকে সহায়তা করতে এগিয়ে এসেছেন সমাজের অনেকেই।
তাকে সহায়তা দিতে দ্য ডেইলি স্টারের মানিকগঞ্জ প্রতিনিধির কাছে খাদ্যদ্রব্য ও নগদ অর্থ তুলে দিয়েছেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা। তিনি ২৫ কেজি চাল এবং ৫শ টাকা দিয়েছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-মুক্তা পাল দিয়েছেন চাল, ডাল, তেল, পেঁয়াজসহ ১০ কেজি ওজনের এক ব্যাগ খাদ্যদ্রব্য।
আজ ররিবার তার হাতে এসব খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। আরও অনেক ব্যক্তি তাকে সহায়তা করবেন বলে জানিয়েছেন।
৬৫ বছর বয়সী যাত্রাশিল্পী আবুল কালাম আজাদের বাড়ি পাবনা জেলায়। তিনি গত ২০ বছর ধরে মানিকগঞ্জ জেলা শহরের মানরা এলাকায় দুই কক্ষের একটি টিনের ঘরে ভাড়া থাকেন। তিনি মানিকগঞ্জ বাজারে কুলির কাজ করেন আর তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করেন। দুটি সন্তানের একজন অনার্স এবং অন্যজন দশম শ্রেণীর ছাত্র। টানা ১৭ বছর যশোরের নামকরা যাত্রাদল ‘বাসন্তী অপেরা’য় তবলা বাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। মাঝে মাঝে এখনও বিভিন্ন স্থানে গান গেয়েও কিছু উপার্জন করে থাকেন। কিন্তু, করোনার কারণে দীর্ঘদিন ধরে কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিনযাপন করছিলেন এই যাত্রাশিল্পী।
Comments