ছেলের পরে মা করোনায় আক্রান্ত
ঢাকার ধামরাই উপজেলায় ৫০ বছর বয়সী এক নারী করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার সকালে ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) থেকে আমাদের হাতে নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। তাতে দেখা যায়, ওই নারী করোনায় আক্রান্ত হয়েছেন। ১৬ এপ্রিল আমরা জানতে পারি, তার ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত। তখন থেকেই ওই যুবক ধামরাই পৌর এলাকায় হোম কোয়ারেন্টিনে আছে।’
Comments