ভারতে নতুন চ্যালেঞ্জে বাংলাদেশের সাবেক কোচ

বাংলাদেশের ক্রিকেটকে সাফল্যের দিকে নিয়ে আসার কারিগর ডেভ হোয়াটমোর পেয়েছেন নতুন দায়িত্ব। তাকে ক্রিকেট পরিচালকের পদে নিয়োগ দিয়েছে ভারতের রঞ্জি ট্রফির দল বারোদা।
Dav Whatmore

বাংলাদেশের ক্রিকেটকে সাফল্যের দিকে নিয়ে আসার অন্যতম কারিগর ডেভ হোয়াটমোর পেয়েছেন নতুন দায়িত্ব। তাকে ক্রিকেট পরিচালকের পদে নিয়োগ দিয়েছে ভারতের রঞ্জি ট্রফির দল বারোদা।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানায়, দুই বছরের জন্য হোয়াটমোরের সঙ্গে চুক্তি করেছে রঞ্জির অন্যতম বড় দল বারোদা।

আন্তর্জাতিক ক্রিকেটের সফল এই কোচ অনেকদিন থেকেই আছেন ভারতে। কেরালার রাজ্য দলের দায়িত্ব নিয়ে ২০১৭-১৮ মৌসুমে তাদেরকে রঞ্জির সেমিতে নিয়ে সেরা সাফল্য এনে দেন হোয়াটমোর। কেরালার পাঠ চুকিয়ে এবার হোয়াটমোর পথ ধরলেন বারোদায়। এর আগে আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সে কোচ ছিলেন তিনি।

তার কোচিংয়েই ১৯৯৬ সালে প্রথমবার বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা। ২০০৩ সালে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের খোলনলচে বদলে দেন হোয়াটমোর। বছরের পর বছর হারতে থাকা বাংলাদেশকে ফেরান জয়ের ধারায়। তার দায়িত্বকালে বড় দলগুলোর বিপক্ষে জয় পেতে থাকে বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারিয়ে পরের পর্বে গিয়ে তাক লাগিয়ে দিয়েছিল তখনকার হাবিবুল বাশারের দল।

এবার আরও তৃণমূলের ক্রিকেটে কাজ করার চ্যালেঞ্জ নিলেন তিনি। বারোদার মূল দলের দায়িত্ব ছাড়াও তার কাজের পরিধি আরও বড় বলে জানান হোয়াটমোর, ‘আমি অবশ্যই মূল দলের প্রধান কোচ হিসেবে থাকব। এছাড়া অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ পর্যায়ে কাঠামো তৈরির কাজ করব।। ক্রিকেটার উঠে আসার পথটা করে দেব।’

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago