সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২৩ ডাক্তারসহ ৪২ স্বাস্থ্যকর্মী করোনাক্রান্ত
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ২৩ চিকিৎসকসহ অন্তত ৪২ স্বাস্থ্যকর্মী করোনাক্রান্ত হয়েছেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদ উন নবী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘করোনাক্রান্তদের মধ্যে ২৩ জন চিকিৎসক, ১০ জন নার্স এবং নয়জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।’
হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছে, তথ্য গোপন করে এক করোনা রোগীর এই হাসপাতালে ভর্তি হওয়ায় অন্যদের মধ্যে তা সংক্রামিত হয়েছে।
পরিচালক জানান, গতকাল শনিবার হাসপাতালের ৬৯ জনকে করোনা পরীক্ষা করানো হয়েছিল। তাদের রেজাল্ট নেগেটিভ আসে। তবে গত বৃহস্পতি ও শুক্রবার ২২ জনের করোনা পজিটিভ আসে।
তিনি বলেন, ‘আজ রোববার আরও ১৩ চিকিৎসক ও সাত নার্সের করোনা পজিটিভ আসায় তাদেরকে নিয়ে এখানে এখন পর্যন্ত মোট ৪২ জন করোনাক্রান্ত হলেন।’
Comments