করোনায় দেশে আরও ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৯২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১০১। এ ছাড়া, আক্রান্ত আরও ৪৯২ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২ হাজার ৯৪৮ জনকে শনাক্ত করা হয়েছে।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৭৭৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ২৬ হাজার ৬০৪টি। এর মধ্যে সনাক্ত হয়েছেন ৪৯২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ১০ জন। এদের মধ্যে ৬০ ঊর্ধ্ব আছেন চার জন, ৫১-৬০ বছর বয়সের মধ্যে চার জন এবং ৪১-৫০ বছর বয়সের মধ্যে আছেন দুই জন। ১০ জনের মধ্যে পাঁচ জন ঢাকার ও চার জন নারায়ণগঞ্জের এবং একজন নরসিংদীর। তাদের মধ্যে আট জন পুরুষ ও দুই জন নারী। এ নিয়ে সর্বমোট ১০১ জন মৃত্যুবরণ করেছেন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৫ জন।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

8h ago