করোনার ভ্যাকসিন নেওয়ার বিরোধী জোকোভিচ

djokovic
ছবি: এএফপি

প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন কবে আবিষ্কার হতে পারে তার কোনো নিশ্চয়তা নেই। অথচ এখনই ভ্যাকসিন নেওয়া-না নেওয়া নিয়ে মাথা ঘামাতে শুরু করে দিয়েছেন নোভাক জোকোভিচ। সার্বিয়ার টেনিস তারকা বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি ভ্যাকসিন নেওয়ার বিরোধী। এ কারণে ভবিষ্যতে টেনিস প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে বিপাকে পড়ার সম্ভাবনা নিয়েও ভাবছেন তিনি।

রোববার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি লাইভ অনুষ্ঠানে ভ্যাকসিন সম্পর্কে নিজের মতামত দিয়েছেন টেনিসের শীর্ষ তারকা। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি ভ্যাকসিন নেওয়ার বিরোধী এবং কোথাও ভ্রমণ করতে চাইলে আমাকে ভ্যাকসিন নিতে বাধ্য করা হোক তা আমি চাই না।’

এখনও বিশ্বের অনেক মানুষ ভ্যাকসিন নিতে চান না। এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত বলে মেনে নেওয়া হয়। কিন্তু যে কোনো ক্রীড়া ইভেন্টে খেলোয়াড়দের সুস্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তাই করোনাভাইরাসের প্রকোপ কেটে যাওয়ার পর আয়োজিত টেনিস প্রতিযোগিতাগুলোতে ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করার সম্ভাবনা জোরালো।

এমন সিদ্ধান্ত নেওয়া হলে, জোকোভিচের প্রতিযোগিতামূলক টেনিসে ফেরা রাস্তাটা জটিলতাপূর্ণ হয়ে যাবে। সেক্ষেত্রে কী করবেন তা এখনও ভেবে পাননি ‘জোকার’ খ্যাত তারকা, ‘যদি এটা বাধ্যতামূলক করা হয়, কী হবে? আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এ ব্যাপারে আমার নিজস্ব ভাবনা আছে। আর ভাবনাটা কোনো একপর্যায়ে গিয়ে বদলাবে কি-না, সেটা আমি জানি না।’

গেল জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়ে ক্যারিয়ারের ১৭তম গ্র্যান্ড স্ল্যাম অর্জনের স্বাদ নেন জোকোভিচ। তবে শিগগিরই আবার কোর্টে ফেরার সম্ভাবনা দেখছেন না তিনি, ‘ধারণা করা হয়েছিল, যদি জুলাই, আগস্ট বা সেপ্টেম্বরে মৌসুম আবার চালু হয়, তাহলে ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হতে পারে, যেহেতু তখন আমরা মাত্রই গৃহবন্দী অবস্থা থেকে বের হব। কিন্তু মনে হচ্ছে না সেটা সম্ভব। এখনও কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি।’

Comments

The Daily Star  | English

25 arrested so far in connection with Gopalganj violence: home adviser

"The agencies had information, but not about the extent of the violence"

25m ago