মানিকগঞ্জে সেনা টহল জোরদার

মানিকগঞ্জে সেনা টহল জোরদার করা হয়েছে। ছবি: স্টার

মানিকগঞ্জে লকডাউনের বিধি-নিষেধ উপেক্ষা করে এখনো রাস্তা-ঘাটে অপ্রয়োজনে চলাফেরা করছেন নানা বয়সীরা। তাদের ঘরমুখো রাখতে জেলা প্রশাসন, পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে সেখানে সেনা টহল জোরদার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা শহরের শহীদ স্মরণী ও শহীদ রফিক সড়কসহ বিভিন্ন স্থানে সেনা সদস্যদের বেশ কয়েকটি গাড়ি টহলে নামে। অপ্রয়োজনে বাইরে থাকা ব্যক্তিদের বাড়িতে যাওয়ার জন্য মাইকিং করে সচেতন করতে দেখা যায় তাদের।

মানিকগঞ্জে সেনাবাহিনীর দায়িত্বে থাকা মেজর মো. ফেরদৌস হোসেন ভূইয়া দ্য ডইলি স্টারকে বলেন, ‘জেলা প্রশাসন ও পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা নিয়মিত টহল দিয়ে যাচ্ছেন। জেলার সাতটি উপজেলার বিভিন্ন এলাকায় তারা টহল দিচ্ছেন। টহলের পাশাপাশি তারা করোনাভাইরাসের সংক্রমন রোধে সামাজিক ও শারীরিক দূরত্ব রক্ষা করা, অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার ব্যাপারে মাইকিং করে প্রচারণাও চালাচ্ছেন। এ ছাড়া, সেনাবাহিনীর পক্ষ থেকে কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রীও বিতরণ করা হচ্ছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরাও জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এ ছাড়া, ঢাকা-আরিচা মহাসড়কে জেলা পুলিশের পক্ষ থেকে একাধিক চেকপোস্ট বসানো হয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) রিফাত রহমান শামীম বলেন, ‘অপ্রয়োজনে ঘর থেকে বাহির হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, ‘রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা হিসেবে মানিকগঞ্জও করোনা সংক্রমনের ঝুঁকিতে আছে। বিভিন্ন সময়ে, আইনের চোখকে ফাঁকি দিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ জেলার অভ্যন্তরে প্রবেশ করেছে। সে কারণে করোনাভাইরাস প্রতিরোধে জেলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল থেকে মানিকগঞ্জ জেলাকে লকডাউন করা হয়েছে। সবাইকে লকডাউনের বিধি-নিষেধ মেনে চলতে হবে। সরকারি নির্দেশনা উপক্ষো করে কেউ অপ্রয়োজনে রাস্তায় নামলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

1h ago