গণজমায়েত এড়াতে বান্দরবানে নেওয়া হচ্ছে না প্রয়াত রাজগুরুকে

গণজমায়েত এড়াতে চট্টগ্রাম থেকে প্রয়াত বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীমৎ উ পঞ্ঞা জোত মহাথেরকে বান্দরবানে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন তার শিষ্য শ্রীমৎ উ পঞ্ঞা চক্ক মহাথের।
Vante
ছবি: সংগৃহীত

গণজমায়েত এড়াতে চট্টগ্রাম থেকে প্রয়াত বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীমৎ উ পঞ্ঞা জোত মহাথেরকে বান্দরবানে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন তার শিষ্য শ্রীমৎ উ পঞ্ঞা চক্ক মহাথের।

আজ সোমবার তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিশেষ ব্যবস্থায় চট্টগ্রামের খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারে শ্রদ্ধেয় ভান্তেকে রাখা হয়েছে। পৃথিবীজুড়ে চলমান এই সংকটময় পরিস্থিতি থেকে মানব জাতির দ্রুত মুক্তি কামনা করি। সংকট উত্তরণের পরে ধর্মীয় রীতি মেনে তাকে বান্দরবানে নেওয়া হবে।’

শ্রীমৎ উ পঞ্ঞা চক্ক মহাথের আরও বলেন, ‘রাজগুরুর পরলোক গমনের পরপরই আমরা সবাইকে অনুরোধ করেছিলাম, দেশের এই ক্রান্তিকালে গণজমায়েত এড়াতে যেন তাকে বান্দরবানে না আনা হয়। আপাতত তার প্রতিষ্ঠিত চট্টগ্রামের খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারে রাখা হয়। আমরা চট্টগ্রাম ও বান্দরবানের জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞ, তারা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন।’

বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার বলেন, ‘আমরা প্রয়াত ভান্তের ভক্ত-শিষ্যদের দূরদর্শী সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই।’

আরও পড়ুন:

রাজগুরুর প্রয়াণে মুহ্য শিষ্য-ভক্তরা

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

2h ago