পাবনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু
পাবনার বেড়ার শেখপাড়ায় বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করা দগ্ধ আবু শেখ (৪৫) ও তার ছেলে কালাম শেখ (৩৪) মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রবিবার রাতে বাবা ও আজ সোমবার সকালে তার ছেলের মৃত্যু হয়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে আবু শেখ (৪৫) ও সোমবার সকালে তার ছেলে কালাম শেখ (৩৪) মারা যান। তাদের মরদেহ নিয়ে স্বজনরা নিজ এলাকায় রওনা হয়েছেন।’
গত ১৬ এপ্রিল স্থানীয় এক গ্যাস ব্যবসায়ী জাহাঙ্গীরের দোকান থেকে সিলিন্ডার গ্যাস নিয়ে বাসায় সংযোগ দেওয়ার সময় আগুন ধরে যায়। পরে সিলিন্ডারটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই দোকানদার জাহাঙ্গীর হোসেন, বাড়ির মালিক আবু শেখ, তার ছেলে কালাম শেখ, কালু শেখ, প্রতিবেশী আলহাজ্ব শেখ ও নিতি নামের এক শিশু দগ্ধ হয়।
এরপর তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আবু শেখ ও তার ছেলে কালাম শেখকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়।
Comments