বজ্রপাতে ৩ জেলায় কৃষকসহ ৪ জনের মৃত্যু

বজ্রপাতে আজ সোমবার কিশোরগঞ্জে কৃষকসহ দুইজন, লক্ষ্মীপুরে এক কৃষক ও মাদারীপুরে গৃহবধূর মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জের মিঠামইনে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক ইয়াসিন মিয়া (২৯) মারা যান। সকালে উপজেলার গোপদিঘী ইউনিয়নের বজকপুর হাওরে এ ঘটনা ঘটে। ইয়াসিনের বাড়ি উপজেলার বজকপুর গ্রামে।

কিশোরগঞ্জের নিকলীতে হাওরের মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আশরাফুল ইসলাম আশু (২২) নামে এক রাখাল মারা গেছেন। সকাল দশটার দিকে উপজেলার সিংপুর ইউনিয়নের নয়াখাল হাওরে এই ঘটনা ঘটে।

আশুর বাড়ি উপজেলার সিংপুর ইউনিয়নের গড়গড়িয়াহাটি গ্রামে।

লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে কামাল হোসেন (২৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার  চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। কামাল ওই এলাকার আব্দুল অদুদের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. নিজাম উদ্দিন জানান, বিকেল ৪টার দিকে ঝড়ো হাওয়া শুরু হলে কামাল বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যায়। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

মাদারীপুরের কালকিনিতে বজ্রপাতে গৃহবধূ ফালানী বেগম (৩৫) এর মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরেক গৃহবধূ।

দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আউলিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফালানী বেগম সকাল ১০টার দিকে স্থানীয় খুনেরচর মিনি ক্লিনিকে গিয়েছিলেন চিকিৎসার জন্য। বেলা ১২টার দিকে ক্লিনিক থেকে বাড়ি ফেরার বজ্রপাতে গুরুতর আহত হন ফালানীসহ দুই নারী।

 পরে স্থানীয়রা ওই দুই নারীকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফালানীকে মৃত ঘোষণা করেন। এ সময় একই গ্রামের মাজেদা বেগমের (৫০) একটি চোখ বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

42m ago