‘ব্রাজিলের রোনালদো পর্তুগালের রোনালদোর চেয়ে ভালো’
করোনাভাইরাসের ফলে সৃষ্ট স্থবির সময়ে এক ফুটবল তারকার সঙ্গে আরেক তারকার তুলনা করার চর্চাটা যেন বহুগুণে বেড়ে গেছে। এই হাওয়ায় গা ভাসালেন ইতালি, জুভেন্টাস ও ইন্টার মিলানের সাবেক তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ান ভিয়েরি। তিনি বলেছেন, পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো সেরা।
ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইলের কাছে ব্রাজিলিয়ান রোনালদোকে ‘ভয়ঙ্কর’ বলে উল্লেখ করেছেন ভিয়েরি। আর তার মতে, পর্তুগিজ রোনালদো ‘গোলস্কোরিং মেশিন’।
অবসর নেওয়ার আগে দ্য ফেনোমেনন খ্যাত ব্রাজিলিয়ান রোনালদো জিতেছেন দুটি বিশ্বকাপ। তিনবার হয়েছেন ফিফা বর্ষসেরা। তার সঙ্গে ইন্টারের জার্সি ভাগাভাগি করেছেন ভিয়েরি। তিন বছর একসঙ্গে খেলেছেন দুজনে। তবে ব্যক্তিগত অর্জন বিবেচনায় ভিয়েরির সাবেক ক্লাব সতীর্থের চেয়ে এগিয়ে পর্তুগিজ রোনালদো। তিনি পাঁচবার জিতেছেন মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর। তা ছাড়া, পাঁচবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার স্বাদ নিয়েছেন সিআর সেভেন। সিনয়র রোনালদো জেতেননি একবারও।
ইতালির হয়ে ৪৯ ম্যাচে ২৩ গোল করা ভিয়েরির কাছে অবশ্য দ্য ফেনোমেননই সেরা, ‘আমার মতে, ব্রাজিলের রোনালদো পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে ভালো।’
তবে পর্তুগিজ তারকাকেও প্রশংসায় ভসিয়েছেন তিনি, ‘সিআর সেভেন যেন যুদ্ধের একটি মেশিন। সে যা কিছু করে এবং যা কিছু চালিয়ে যাচ্ছে, সেই সমস্ত কাজের জন্য সে প্রশংসার যোগ্য। ইতালিতে যেমন বলা হয়ে থাকে, ক্রিস্তিয়ানো তার ঠোঁটের মাঝে সিগারেট নিয়েও ৪০ বছর বয়স পর্যন্ত খেলে যেতে পারবে। তার শরীরটা যেন ভাস্কর্য!’
Comments