এসএমএস-ভিত্তিক করোনা এলার্ট চালু করল রবি

করোনাভাইরাসে রাজধানীর ঝুঁকিপূর্ণ এলাকা সম্পর্কে গ্রাহকদের তথ্য দেবে মোবাইল অপারেটর রবি। আর এ জন্য তারা ব্যবহার করছে মোবাইল ডেটা অ্যানালিটিকস সল্যুশন।
কোন চার্জ ছাড়াই রবি ও এয়ারটেল গ্রাহকরা স্মার্টফোনের মাধ্যমে এই সেবা পাবেন বলে আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রবি।
বিভিন্ন জরুরি কাজে যাদের রাজধানীতে চলাফেরা করতে হচ্ছে, তাদের জন্য এই সার্ভিস কাজে দেবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। আজ থেকে ঢাকার কয়েকটি এলাকায় এই সেবা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইইইডিসিআর-এর তথ্য অনুযায়ী বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হওয়া এলাকাগুলো এই পরীক্ষামূলক সেবার আওতায় থাকছে। এসব অঞ্চলের বাসিন্দা এবং যারা ওই এলাকায় বাইরে থেকে আসবেন তারা সংক্রমণের ঝুঁকির বিষয়ে সচেতনতামূলক এসএমএস পাবেন।
পরীক্ষামূলক এই প্রকল্পের ফলাফলের ওপর ভিত্তি করে এর পরিধি আরও বাড়ানো করা হবে বলেও জানিয়েছে অপারেটরটি।
Comments