‘বুড়ো’ বলায় দৌড়ের চ্যালেঞ্জ, অতঃপর ধোনির কাছে ব্র্যাভোর হার

ms dhoni- dj bravo
চেন্নাই সুপার কিংসের হয়ে জুটিতে ধোনি-ব্র্যাভো (ফাইল ছবি: এএফপি)

‘তুমি তো বুড়িয়ে গেছ’, চেন্নাই সুপার কিংসে খেলার সময় ডোয়াইন ব্র্যাভোকে এভাবে ক্ষেপিয়ে তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ডোয়াইন ব্র্যাভোর গায়ে লাগল কথাটা, দিলেন দৌড় প্রতিযোগিতার চ্যালেঞ্জ। তাতেও অবশ্য ফল নিজের পক্ষে আনতে পারেননি ব্র্যাভো।

ধোনি, ব্রাভো দুজনেই ক্রিকেট খেলছেন অনেকদিন ধরে। বর্তমানে ৩৮ পেরিয়ে গেছেন ধোনি, ৩৬ পেরিয়েছেন ব্র্যাভো। তবে দৌড় প্রতিযোগিতার এই গল্পটা দুই বছর আগের।

২০১৮ সালের আইপিলে সানরাইসার্স হায়দরাবাদকে হারানোর পর চলছিল ব্রাভো-ধোনির খুনসুটি। পরে মাঠে নেমে হয়েছিল দৌড় প্রতিযোগিতা। ২২ গজের উইকেটে গিয়ে কে আগে তিন রান নিতে পারে, এই ছিল চ্যালেঞ্জ। তাতে ধোনি জেতেন সূক্ষ্ম ব্যবধানে।

করোনাভাইরাস মহামারির কারণে ঘরবন্দি সময়ে বছর দুই আগের এই গল্প ইন্সটাগ্রাম লাইভে এসে সবাইকে জানিয়েছেন ব্র্যাভো, ‘পুরো মৌসুম ধোনি আমাকে বয়স নিয়ে ক্ষেপিয়েছে। বলেছে এই তুমি ধীর হয়ে গিয়েছ, বুড়ো হয়ে গিয়েছ। আমি ওকে বললাম, "চল তাহলে রান নেওয়ার চ্যালেঞ্জ করা যাক।" ধোনি বলল, "আমাকে তুমি হারাতে পারবে না।" পরে বলে, টুর্নামেন্ট শেষ হলেই বোঝা যাবে কে দ্রুত দৌড়াতে পারে।’

ব্র্যাভো বুঝেছিলেন, অবিশ্বাস্য ফিটনেস ধরে রাখা ধোনি কেন তারচেয়ে এগিয়ে। ২২ গজে দ্রুত রান নেওয়ার জন্য দুনিয়া জোড়া খ্যাতি ধোনির। রানিং বিটুইন দ্য উইকেটে সব সময়ের সেরাদের একজন তিনি।

Comments