বল শাইনে থুতুর বদলে ঘাম!
করোনাভাইরাস পরবর্তী বিশ্বে মানুষের অনেক চিরায়ত অভ্যাসই বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এর ধাক্কা লাগতে পারে ক্রিকেট দুনিয়াতেও। খেলার সময় বোলারদের বল শাইনে ব্যবহার হয়ে আসছে থুতু। অজি পেসার জেসন গিলেস্পি ধারনা এই প্রথা বদলে যেতে পারে। সাবেক ভারতীয় পেসার ভেঙ্কেটেশ প্রসাদ মনে করেন বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে ঘাম।
থুতুর মাধ্যমে শাইনের পর বল বিভিন্ন খেলোয়াড়দের হাত ঘুরে ফের বোলারের হাতে যায়। সাধারণত স্যুয়িং আদায় করতে বল শাইন ভীষণ গুরুত্বপূর্ণ। স্বাভাবিক সময়ে এটি নিয়ে কোন ভাবনা না থাকলেও করোনা বদলে দিয়েছে প্রেক্ষাপট। থুতু থেকে একজনের ভাইরাস আরেকজনের কাছে সংক্রমণের মারাত্মক ঝুঁকি থাকায় ক্রিকেট শুরু হলে এই প্রথায় আসতে পারে বড়সড় বদল।
সাবেক ভারতীয় পেসার প্রসাদ বিকল্প একটি উপায়ও বের করেছেন। তারমতে শরীরের ঘাম দিয়ে বিকল্প কাজ চালানো যেতে পারে, ‘ক্রিকেট চালু হলে প্রথম কয়েকমাস থুতুর বদলে ঘাম ব্যবহার করা যায় বল শাইনের জন্য।’
তবে ঘাম তো আর সবার সমান নয়। হরমোন জনিত কারণে ঘামের মাত্রা হয় ভিন্ন। আবার শীত প্রধান কন্ডিশনে শরীর থেকে ঘাম বেরোয় কম। প্রসাদের মতে দলের মধ্যে যে বেশি ঘামে তাকেই নিতে হবে এই দায়িত্ব, ‘যার ঘাম বেশি হয় তাকেই এই ভার নিতে হবে। অনেকেই যেমন কম ঘামে। আমার যেমন অতো ঘাম হয় না। কিন্তু আমাদের মধ্যে রাহুল দ্রাবিড় অনেক ঘামতো।’
গিলেস্পর আবার সংশয় আছে এই পন্থা নিয়ে। থুতুতে যেভাবে বল শাইন করা যায় ঘামে তা নাও হতে পারে বলে শঙ্কা তার, ‘থুতু দিয়ে বল শাইন করলে যে সুবিধা মেলে, ঘামে কী আর তা হবে? আমার জানা নেই!’
ভারতের আরেক সাবেক পেসার প্রবীর কুমার বলছেন, যত সমস্যাই হোক কিছুটা ছাড় দিয়েই শুরুর দিকে থুতু ব্যবহার করা উচিত নয়, ‘ক্রিকেট চালু হলে থুতুর ব্যবহার প্রথম কয়েক মাস একদম বন্ধ করে দেওয়া উচিত। এটা সত্য থুতু অনেক কার্যকর। আমি যেমন অনেক শাইন করতাম, তাতে স্যুয়িং মিলত। অফ স্পিনারদের জন্যও শাইন অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু ঝুঁকির ব্যাপারটা মাথায় রাখতে হবে।’
করোনাভাইরাস মহামারির শুরুর দিকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাঝপথে স্থগিত হয়ে যাওয়া সিরিজের প্রথম ওয়ানডেতে দেখা গেছে এই দৃশ্য। দুদলের বোলাররা বল শাইনে থুতুর বদলে ঘাম ব্যবহার করেছিলেন সেদিন।
Comments