হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ
একজন চিকিৎসক ও দুজন নার্স করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার থেকে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
উল্লেখ্য, গতকাল হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ওই চিকিৎসক ও দুই নার্স রয়েছেন। তারা তিন জনই লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।
Comments