পটুয়াখালীতে আরও ৮ জনের করোনা শনাক্ত
পটুয়াখালীতে আরও ৮ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০-এ।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে পাঠানো করোনাভাইরাস পরীক্ষার ফলে এ তথ্য জানানো হয়।
নতুন শনাক্ত আট জনের মধ্যে একজন নারী ও সাত জন পুরুষ। এর আগে জেলার দুমকি উপজেলায় দুই জন করোনা আক্রান্ত হন। পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তদের চার জন রাঙ্গাবালী উপজেলার, তিন জন দশমিনার ও একজন সদর উপজেলার।
পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, জেলায় ২৮২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৫৬ জনের নমুনা পরীক্ষার ফলে ১০ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে।
তিনি জানান, আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা পরীক্ষা করা হবে। করোনা রোগীদের জন্য পটুয়াখালীতে ৫০ শয্যার করোনা আইসোলেশন ইউনিট প্রস্তুত রয়েছে। করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।
পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম বলেন, দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় পটুয়াখালী জেলা ১৯ এপ্রিল সন্ধ্যা ৬ টা থেকে লকডাউন ঘোষনা করা হয়।
গত ৯ এপ্রিল জেলার দুমকি উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। নারায়ণগঞ্জ থেকে ফেরা ওই যুবক ওই দিন নিজ বাড়িতে মারা যান। পরে মারা যাওয়া যুবকের পরিবারের নয় সদস্যের নমুনা পরীক্ষায় তার বোনের করোনা শনাক্ত হয়।
Comments