বাংলাদেশি ফুটবলার জনির চিকিৎসায় ক্ষতিপূরণ দিলো ফিফা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে গত বছর আফগানিস্তানের বিপক্ষে খেলতে গিয়ে চোটে পড়েছিলেন বাংলাদেশের ফুটবলার মাশুক মিয়া জনি। ফিফার নিয়ম অনুযায়ী জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোটে পড়লে তার ক্ষতিপূরণ দিয়ে থাকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। সে ধারায় এবার দ্বিতীয় ধাপের ক্ষতিপূরণ পাচ্ছেন জনি। এর আগে গত ফেব্রুয়ারিতে প্রথম ধাপের ক্ষতিপূরণ পেয়েছিলেন এ মিডফিল্ডার।

ফিফার 'ক্লাব প্রটেকশন স্কিমের' নিয়ম অনুযায়ী কোন ক্লাবের খেলোয়াড় জাতীয় দলের ক্যাম্পে কিংবা খেলতে গিয়ে ইনজুরিতে পড়লে তার জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়। প্রথম দফায় প্রায় ৪ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছিলেন জনি। দ্বিতীয় দফাতেও সম পরিমাণ টাকাই পাচ্ছেন তিনি। আর জনির দ্বিতীয় ধাপের ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গত সেপ্টেম্বরে আফগানদের বিপক্ষে নামার আগে অনুশীলন ক্যাম্পে অ্যান্টেরিওর ক্রুশিয়েট লিগামেন্টে চোট পেয়েছিলেন জনি। লিগামেন্টের এ চোট সারাতে অস্ত্রোপচার করাতে হয়েছে তার। তখন থেকেই চলছে মাঠে ফেরার লড়াই। অস্ত্রোপচার সফলভাবে হলেও এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি বসুন্ধরা কিংসের এ মিডফিল্ডার।

বাংলাদেশের জার্সি গায়ে সর্বশেষ লাওসের বিপক্ষে মাঠে নেমেছিলেন জনি। বিশ্বকাপ ও এশিয়া কাপ প্রাক-বাছাইয়ের ওই ম্যাচে লাওসের সঙ্গে গোলশূন্য ড্র করে দ্বিতীয় পর্বে উঠেছিল লাল-সবুজ জার্সি-ধারীরা।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ জাতীয় দলের আতিকুর রহমান ফাহাদও ইনজুরিতে পড়ায় ক্ষতিপূরণ পেয়েছিলেন ফিফার কাছ থেকে।

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

3h ago