জাভেদের বিরুদ্ধে বিসিবিকে ‘অভিযোগ করেনি আইসিসি’
বাংলাদেশ নারী দলের ম্যানেজার ও সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের বিরুদ্ধে আইসিসি তথ্য পাচারের অভিযোগ এনেছে জানিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে কয়েকটি সংবাদমাধ্যমে। তবে এমন সংবাদের কোনো ভিত্তি নেই দাবি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন। তাদের কাছে আইসিসি থেকে কোনো ধরনের নির্দেশনা আসেনি বলেও জানান তিনি।
মূলত, একটি জাতীয় দৈনিক ও ভারতীয় একটি ওয়েবসাইটের বরাত ধরে ছড়িয়ে পড়ে সংবাদটি। সেখানে বলা হয়, গত ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বাংলাদেশ দলের ম্যানেজারের গতিবিধিতে সন্দেহজনক কিছু খুঁজে পায় আইসিসির দুর্নীতি দমন বিভাগের (আকসু)। তাই তার ওপর কড়া নজরদারি ছিল তাদের। এবং পর্যাপ্ত প্রমাণ পাওয়ার পর বিসিবিকে ভবিষ্যতে আর কোনো ধরনের দায়িত্বে জাভেদকে না রাখার অনুরোধ জানায় আইসিসি।
কিন্তু এমন কোনো নির্দেশনাই পাননি বলে জানিয়েছেন নিজামউদ্দিন। ডেইলি স্টারের সঙ্গে একান্ত আলাপে তিনি বলেন, 'আইসিসি থেকে আমাদের এমন কোনো তথ্য জানানো হয়নি। যদি আইসিসি থেকে এমন কোনো নির্দেশনা থাকতো তাহলে আমাকে কিংবা বোর্ড প্রেসিডেন্টকে (নাজমুল হাসান পাপন) আগে জানাতো। যেটা আমি বললাম, আমি এমন কোনো নির্দেশনা পাইনি।'
জাভেদের বিরুদ্ধে এমন গুঞ্জন ওঠায় কোনো ধরনের তদন্ত করবেন কি-না জানতে চাইলে নিজামউদ্দিন বলেন, 'আসলে এখানে তদন্তের কোনো কিছু নেই। আমরা আইসিসি থেকে কোনো নির্দেশনা পাইনি এবং তাই আমরা কোনো ধরনের তদন্তের কথা চিন্তাও করছি না।'
যোগাযোগ করা হয় জাভেদের সঙ্গেও। এমন সংবাদ ছড়িয়ে পড়ায় বেশ মর্মাহত তিনি। তবে এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে কিছু বলতে নারাজ সাবেক এ ওপেনার, 'এ সংবাদের কোনো ভিত্তি নেই। তাই অবশ্যই আমি এ কারণে খুব বিপর্যস্ত। তবে আমি এসব বিষয়ে কিছু বলতে চাই না।'
Comments