পিপিই পরা ভুয়া পুলিশ, চিকিৎসক ও সন্ত্রাসী থেকে সাবধান
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ততার সুযোগে মানিকগঞ্জে ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) পরে ভুয়া পুলিশ, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী সেজে শহরের নানা এলাকায় ঘুরছে একদল সন্ত্রাসী। তাদের থেকে সবাইকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান এ ব্যাপারে জনসাধারণকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন।
পিপিই (ব্যক্তিগত সুরক্ষা পোশাক) পরে পুলিশ, চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর পরিচয়ে কেউ বাড়িতে গেলে ঘরের দরজা না খুলে দ্রুত সদর থানার অফিসার ইনচার্জ (০১৭১৩৩৭৩৩৭৯) অথবা পুলিশের কন্ট্রোল রুমে (০১৭৬৯৬৯২৭৯০) যোগাযোগের জন্য পরামর্শ দিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
Comments