ময়মনসিংহ মেডিকেলের ৭ চিকিৎসকসহ ১৫ জন করোনা আক্রান্ত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাত চিকিৎসক ও তিন নার্সসহ ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আক্রান্ত হয়েছেন ২১ জন।
ছবি; সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাত চিকিৎসক ও তিন নার্সসহ ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আক্রান্ত হয়েছেন ২১ জন।

এ নিয়ে ময়মনসিংহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪-তে। এরমধ্যে ফুলপুর ও ত্রিশালে দুজন মারা গেছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শেরপুরের এক প্রসুতি করোনা তথ্য গোপন করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিস হয়ে, গাইনি, অপারেশন থিয়েটার ও আইসিইউ বিভাগে চিকিৎসা নেন। পরে রোগীর সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে সাত চিকিৎসক ও তিন নার্সসহ ১৫ জনের করোনা শনাক্ত হয়।

এর আগে এক নারীর চিকিৎসা করতে গিয়ে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন জন ডাক্তার, তিন জন উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসারসহ ১২ জনের করোনা শনাক্ত হয়।

ময়মনসিংহের ত্রিশালে গতকাল করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবকের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। এরপর উপজেলা প্রশাসন সাকুয়া গ্রামটি লকডাউন ঘোষণা করে।

 

Comments