আশুলিয়ায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৩
সাভারের আশুলিয়ায় চাঁদাবাজির সময় তিন জনকে আটক করে মারধরের পরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আকটকৃতরা ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করেন বলে এলাকাবাসীর অভিযোগ।
গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীরা জানান, গতরাত ৯ টার দিকে একটি লেগুনা নিয়ে সিভিল পোশাকে পাঁচ জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দোকান খোলা কেন জানতে চায়। একপর্যায়ে তারা গালিগালাজ করে একটি দোকানে দুই হাজার টাকা চাঁদা দাবি করে। পরে তাদের পরিচয়পত্র দেখতে চাইলে উত্তেজিত হয়ে দোকানিকে মারধর করার চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় তিন জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফজর আলী বলেন, ‘আটককৃতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। তবে, তারা ভুয়া পুলিশ পরিচয় দিলেও মূলত স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।’
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Comments