সাভারে রোগাক্রান্ত বৃদ্ধাকে ফেলে গেল স্বজনরা
দেশে চলমান করোনা মহামারির সময়ে একের পর এক অমানবিক সব ঘটনা ঘটে চলছে। করোনার উপসর্গ থাকায় টাঙ্গাইলের সখীপুরের জঙ্গলে বৃদ্ধা মাকে ফেলে যাওয়া ও পাবনার দুর্গম যমুনার চরে এক বৃদ্ধকে ফেলে যাওয়া ঘটনা দুটির পর একই ধরনের ঘটনা ঘটেছে রাজধানীর উপকন্ঠ সাভারে।
গতকাল মঙ্গলবার রাতে হালকা কাশি ও রোগাক্রান্ত ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে ভর্তি করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা মিঠু দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে ইউএনও সাহেবের নির্দেশে সাভারের তালবাগ এলাকায় রাস্তার পাশ থেকে বৃদ্ধাকে উদ্ধার করা হয়। তিনি রোগাক্রান্ত ও তার হালকা কাশি রয়েছে। এজন্য তাকে আইসোলেশনে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে বলেও জানান স্বাস্থ্য কর্মকর্তা।
‘উদ্ধার হওয়া বৃদ্ধা নিজের নাম-পরিচয় জানাতে পারেননি’ উল্লেখ করে তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে রোগাক্রান্ত ও হালকা কাশি থাকায় এই বৃদ্ধাকে করোনা রোগী সন্দেহে ফেলে যেতে পারে স্বজনরা।’
Comments