করোনার চিকিৎসায় যশোরে প্রস্তুত ৪ হাসপাতাল
করোনার চিকিৎসার জন্য যশোরে প্রস্তুত রাখা হয়েছে একটি সরকারি ও তিনটি বেসরকারি হাসপাতাল। এসব হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করবেন তালিকাভুক্ত ৪৫ চিকিৎসক। একইসঙ্গে চিকিৎসাসেবা প্রদানকারীদের জন্যে দু’টি আবাসিক হোটেল ও শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ডরমেটরি ভবন ও রোগী পরিবহনের জন্যে এম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়াও, করোনার চিকিৎসাসেবা প্রদানকারীরা যাতায়াতে পরিবহন সুবিধা ও আর্থিক প্রণোদনা পাবেন।
গতরাতে যশোরে করোনা সংক্রমণ প্রতিরোধে গঠিত জেলা কমিটির সভায় এসব কথা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
সভায় সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, ‘এ পর্যন্ত যশোর থেকে আইইডিসিআর, আইপিএইচ, খুলনা মেডিকেল কলেজ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মোট ২৮০ টি নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়েছিল। এর মধ্যে ২৩৫টি নমুনার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে ২৩৪ টি নেগেটিভ এবং একটি পজেটিভ ফলাফল এসেছে। এখনও পর্যন্ত খুলনা মেডিকেল কলেজের ২২টি ও আইপিএইচের দুটি নমুনার ফলাফল পৌঁছায়নি।’
মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায় বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে গঠিত তিনটি সাব কমিটির সাথে বসে পরিকল্পনা মাফিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কিছু উপকরণ স্বল্পতা থাকলেও সবার আন্তরিকতা ও প্রচেষ্টায় মহামারি মোকাবিলা করা হবে। এর মধ্যে সরকার প্রদত্ত কিছু সুযোগ সুবিধা ও আর্থিক সহায়তা প্রাপ্তির চিঠি মন্ত্রণালয় থেকে হাতে পেয়েছি।’
যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২১ টি নমুনা পরীক্ষায় দুজন আক্রান্ত হয়েছেন। আজ সকালে এ তথ্য জানানো হয়।
Comments