হবিগঞ্জে আরও এক নার্সসহ দুজন করোনা আক্রান্ত
হবিগঞ্জে আরও এক নার্সসহ দুজন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়লো ১৩ জনে।
আজ বুধবার হবিগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল রাতে সিলেট থেকে পাঠানো রিপোর্টে লাখাই উপজেলা হেলথ কমপ্লেক্সের এক জন নার্স ও নারায়ণগঞ্জ থেকে আজমিরিগঞ্জ আসা এক নারী গার্মেন্টস শ্রমিক করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত সোমবার সিলেট থেকে পাঠানো রিপোর্টে লাখাই হেলথ কমপ্লেক্সের এক ডাক্তার ও নার্সসহ মোট ১০ জন করোনা শনাক্ত হন।
সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, করোনা আক্রান্ত ১২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা আক্রান্ত লাখাই হেলথ কমপ্লেক্সেরর মেডিকেল অফিসার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। ওই হাসপাতালের ডাক্তার ও দুই নার্স করোনা পজেটিভ হওযায় মঙ্গলবার থেকে সেখানের জরুরি বিভাগসহ সকল স্বাস্থ্য সেবা কার্যক্রম শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার পর্যন্ত হবিগঞ্জ থেকে মোট ২০৩ জনের নমুনা সিলেট পাঠানো হয়েছে বলেও জানান সিভিল সার্জন।
Comments