করোনাভাইরাস: চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের মামলা

Missouri protest-1.jpg
লকডাউন তুলে নেওয়ার দাবিতে মিসৌরির রাজধানীতে বিক্ষোভ। ছবি: এপি

করোনাভাইরাস নিয়ে তথ্য গোপনের অভিযোগে চীন সরকারের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্য। বিশ্বব্যাপী মহামারির জন্য দেশটির সরকারি কর্মকর্তারা দায়ী বলে অভিযোগ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেছেন কয়েকজন শীর্ষ আইনজীবী।

দ্য গার্ডিয়ান জানায়, মিসৌরিসহ বিশ্বব্যাপী করোনা মহামারিতে মৃত্যু, দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতির জন্য চীন দায়ী বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্য।

মিসৌরির অ্যাটর্নি জেনারেল এরিক স্মিট বলেন, ‘চীন সরকার বিশ্বের কাছে মিথ্যা বলেছে। এ ভাইরাসের বিপদ ও সংক্রমণ সম্পর্কে তারা সঠিক তথ্য দেয়নি। ভাইরাসটির বিস্তার থামানোর জন্য যথেষ্ট চেষ্টা করেনি। নিজেদের এই কর্মকাণ্ডের জন্য তাদেরকে জবাব দিতে হবে।’

তবে, রাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের মামলা কতখানি কার্যকর সেটা স্পষ্ট নয়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক চিমনি কেইটনার জানান, মার্কিন আইনে সাধারণত কিছু ব্যতিক্রম উদাহরণ ছাড়া অন্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা তেমনটা কার্যকর না।

তিনি বলেন, ‘যদি চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হয়, তবেই বেইজিং থেকে উত্তর দেওয়ার বাধ্যবাধকতা থাকবে।’

গতকাল পর্যন্ত মিসৌরিতে করোনায় ২১৫ জন মারা গেছেন এবং মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৬৩ জন।

শুরু থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো করোনাভাইরাস মহামারির জন্য চীনকে দায়ী করে আসছে। গত ১৪ এপ্রিল চীনের প্রতি পক্ষপাতিত্বের কারণ দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) অনুদান বন্ধের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago