পটুয়াখালীতে করোনায় মৃতের বাবা ও অপর এক বোন আক্রান্ত
পুটয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ দুমকি গ্রামে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যাওয়া ব্যক্তির বাবা ও অপর এক বোন করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা থেকে তাদের রিপোর্ট এসে পৌঁছে।
দুমকি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শাহিদুল হাসান শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল রাত ১১টার দিকে দুমকি উপজেলার একজন নারী উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা করোনায় আক্রান্ত বলে ঢাকা থেকে রিপোর্ট আসে।
এদের সবাইকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর হোসেন। এ নিয়ে জেলায় মোট ১৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।
দুমকি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসা একজন পোশাক শ্রমিক মারা যাওয়ার পর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মচারীসহ ওই ব্যক্তির পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়।
পরবর্তীতে গত ১২ এপ্রিল মৃত ব্যক্তির এক বোনের রিপোর্ট পজিটিভ আসলে তাকে পটুয়াখালীর ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি এখনও সেখানে চিকিৎসাধীন।
Comments