ময়মনসিংহে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বজ্রপাতে হান্নান (৪৫) ও আবুল কাশেম (৫০) নামে দুই জন কৃষক মারা গেছেন। আজ বুধবার সকালে উপজেলার কুতিকুড়া ও দুপুরে কড়ইতলী গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হান্নান সকালে গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান এবং আবুল কাশেম শসা ক্ষেতে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই হান্নান মারা যান। আবুল কাশেমকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হান্নান কুতিকুড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে এবং আবুল কাশেম কড়ইতলী গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খোঁজ নিতে নিহতদের বাড়িতে পুলিশ সদস্য পাঠিয়েছি।’
Comments