সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা তুলে নেওয়ার আহ্বান

করোনা মহামারির সময়ে অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজের সম্পাদক (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন সরকারসহ আট সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা অবিলম্বে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি।

আজ বুধবার এক বিবৃতিতে কমিটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। বিবৃতিটি পাঠিয়েছেন আইনজীবী শাহদীন মালিক।

বিবৃতিতে বলা হয়েছে, করোনার এই দুঃসময়ে বিভিন্ন বাঁধা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে জনগণের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছেন সাংবাদিকেরা। দুঃখজনক এই যে, সাংবাদিকরা যখন মানবিক সহায়তা কার্যক্রমের দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করছেন কিংবা প্রকাশের জন্য অনুসন্ধান করছেন তখন তারা নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাসহ নানারকম হয়রানি, হামলা, হুমকি ও হেনস্তার শিকার হচ্ছেন।

কমিটি মনে করে, সংবিধান স্বীকৃত চিন্তা, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা ও সার্বজনীনভাবে স্বীকৃত সংবাদমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব, দুর্যোগকালীন সময়ে বহুলাংশে বৃদ্ধি পায়। এ কারণে এই করোনাজনিত দুর্যোগকালীন সময়ে সংবাদপত্রের স্বাধীনতার ওপর যে কোনও নিয়ন্ত্রণ এই দুর্যোগ মোকাবিলার রাষ্ট্রীয় প্রচেষ্টাকে দুর্বল করবে।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা দাবি করব নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইনের অজুহাতে সরকার তাদের হয়রানি বা গ্রেপ্তার করা থেকে বিরত থাকবে।’

 

 

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

1h ago