রোহিঙ্গাদের নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ

রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
rohingya suffering
রোহিঙ্গা শরণার্থী। ছবি: আনিসুর রহমান/ স্টার ফাইল ফটো

রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

গত সপ্তাহে বঙ্গোপসাগর থেকে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের কথা উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, রোহিঙ্গাদের এ অবস্থা প্রমাণ করে যে তাদের জরুরি সহযোগিতার প্রয়োজন। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সমুদ্রপথে বিপদে পড়া রোহিঙ্গা শরণার্থীদেরকে বাংলাদেশ সরকারের উদ্ধার করে স্বাগত জানানো উচিত।

রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থীদেরকে নিরাপদে রাখতে অন্যান্য দেশের সরকারকেও যৌথভাবে দায়িত্ব পালন করার আহবান জানিয়েছে সংস্থাটি।

অ্যামনেস্টির দক্ষিণ এশিয়ার পরিচালক বিরাজ পাটনায়ক বলেন, ‘অন্যান্য দেশের সরকার তাদের (রোহিঙ্গা) বিষয়ে যে উদাসীনতা দেখিয়েছে তা খুবই নির্মম। বিপরীতে, বাংলাদেশ তাদের প্রতি এখনও ইতিবাচক অবস্থান বজায় রেখেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি এই কঠিন সময়েও রোহিঙ্গা শরণার্থীদের স্বাগত জানাবে বাংলাদেশ। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ, বাংলাদেশের সরকারকে এ ব্যাপারে সহায়তা করা। বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে তাদের বাঁচাতে, প্রয়োজনীয় কোয়ারেন্টিন সেন্টার স্থাপন, তাত্ক্ষণিক চিকিত্সার ব্যবস্থা করতে বাংলাদেশকে সহযোগিতা করা উচিত।’

‘সমুদ্র যেন মানুষের কবর না হয় তা নিশ্চিত করার দায়িত্ব এই অঞ্চলের সব দেশের। বাংলাদেশকে একা এই পরিস্থিতি মোকাবিলা করতে বলা যায় না,’ যোগ করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ থেকে ট্রলারে করে সাগর পথে প্রায় ৪০০ রোহিঙ্গা মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন। সেখানে ভিড়তে না পেরে তারা আবার বাংলাদেশে ফিরে এসেছেন।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago