ঢাকা ও চট্টগ্রামের বাণিজ্যিক এলাকায় রোববার থেকে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম
আগামী রোববার থেকে ঢাকা ও চট্টগ্রামের বাণিজ্যিক এলাকায় সবগুলো ব্যাংকের শাখায় স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কর্মকাণ্ড পরিচালিত হবে। আজ বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ঢাকার মতিঝিল, দিলকুশা এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদে ব্যাংকের সব শাখা পূর্ণ কর্মদিবস খোলা থাকবে। সেখানে লেনদেন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে। এছাড়া রমজান মাস বিবেচনায় অন্যান্য কাজ শেষ করার জন্য সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।
ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ ছুটিতে সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে। প্রথমে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন চালু রাখার কথা বলা হয়েছিল। এর পর এই সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়। সর্বশেষ ৯ এপ্রিল আবার আধা ঘণ্টা লেনদেনের সময় কমানো হয়। এখন ঢাকা ও চট্টগ্রামের বাণিজ্যিক এলাকার শাখাগুলোর কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো।
Comments