ঠাকুরগাঁওয়ের হাসপাতাল থেকে পঞ্চগড়ে, উদ্ধারের পর রংপুরে আইসোলেশনে
করোনা আক্রান্ত এক নারী ঠাকুরগাঁও সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসা নিয়ে, পঞ্চগড়ে গ্রামের বাড়িতে যাওয়ার পর প্রশাসনের সহায়তায় তাকে খুঁজে বের করে রংপুরে হাসপাতালে আইসোলেশনে নেওয়া হয়েছে।
সেইসঙ্গে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড সাময়িকভাবে সার্জারি ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়েছে। রোগীর সংস্পর্শে আসা ৪ চিকিৎসক ও ৯ নার্সকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার বিকেলে কর্তৃপক্ষ এসব সিদ্ধান্ত নেয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ।
হাসপাতাল সূত্রে জানা যায়, সম্প্রতি ঢাকা থেকে যাওয়া এক নারীর গর্ভকালীন জটিলতা দেখা দিলে তিনি গত ১৪ এপ্রিল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন। ১৭ এপ্রিল তার জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট দেখা দেয়। ঢাকা ফেরত জানতে পেরে পরদিন তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়।
গত ১৯ এপ্রিল ওই নারী হাসপাতাল ছেড়ে গেলেও পরে সেই রাতেই তিনি আবার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা নিয়ে শহরের বাড়িতে ফিরে যান তিনি।
২১ এপ্রিল বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই নারীর পাঠানো নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের লোকজন ঠিকানা অনুযায়ী সন্ধ্যায় তার বাসায় গেলে তাকে ও তার স্বামীকে পাননি। এসময় স্বজনদের কাছ থেকে জানা যায়, তারা পঞ্চগড় সদর উপজেলার গ্রামের বাড়িতে চলে গেছেন।
ঠাকুরগাঁও থেকে করোনা আক্রান্তের বিষয়টি পঞ্চগড় প্রশাসন ও সিভিল সার্জনকে জানানো হলে তাকে খুঁজে বের করে সেই রাতেই রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে পাঠানো হয়।
Comments